দক্ষীন বাংলার অন্যতম শ্রীমন্ত নদীরতীরে গড়ে উঠা বাংলদেশের একটি সৌন্দর্যমন্ডীত ঐতিহ্যবাহী অঞ্চল হলো পদ্রীশিবপুর ইউনিয়ন। প্রায় দু’শত বছর আগে ব্যবসাহিক ও ধর্ম প্রচারের উদ্দেশ্যে মিশনারী খ্রীষ্টান পাদ্রীদের আগমন ঘটে এ অঞ্চলে। সে থেকেই এই ইউনিয়নের নাম হয়ে ওঠে পাদ্রীশিবপুর। কাল পরিক্রমায় আজ পদ্রীশিবপুর ইউনিয়নশিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহবিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা সমুজ্জ্বল।
*** দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মো: আবুল বাশার হারুন।
ক) নাম – ১৩নং পদ্রীশিবপুর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ৩০ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – জন ৩৩,৯০০ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১০টি।
ঙ) মৌজার সংখ্যা –১১ টি।
চ) হাট/বাজার সংখ্যা -সরকারী ০৩টি এবং বেসরকারী ০৭ টি ।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – অটো, রিক্সা, টেম্পু, মটর সাইকেল, বাস ।
জ) শিক্ষা প্রতিষ্ঠান :-
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৩ টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ১৩ টি,
প্রস্তাবিত প্রাথমিক বিদ্যালয - ০২ টি,
উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ০৬ টি,
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়- ০১টি,
মাদ্রাসা- ০৫টি,
কলেজ- ০১ টি।
ঝ) এন. জি. ও - ০৭ টি
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ০৪টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – ০১ টি। (পথ প্রর্দাশীকা মা মেরীর গীর্জা)
ঠ) ব্যাংক - ০১ টি (জনতা ব্যাংক বাংলাদেশ লিঃ)
ড) গ্রামের নাম:-
০১। আড়াইবেকী ০২। ভবানীপুর
০৩। বড় পুইয়াউটা ০৪। পূর্ব মহেশপুর
০৫। পশ্চিম দূর্গাপুর ০৬। পাদ্রীশিবপুর
০৭। পারশিবপুর ০৮। ছোট রঘুনাথপুর
০৯। শাকবুনিয়া ১০। বড় রঘুনাথপুর
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS