দক্ষীন বাংলার অন্যতম শ্রীমন্ত নদীরতীরে গড়ে উঠা বাংলদেশের একটি সৌন্দর্যমন্ডীত ঐতিহ্যবাহী অঞ্চল হলো পাদ্রীশিবপুর ইউনিয়ন। প্রায় দু’শত বছর আগে ব্যবসায়িক ও ধর্ম প্রচারের উদ্দেশ্যে মিশনারী খ্রীষ্টান পাদ্রীদের আগমন ঘটে এ অঞ্চলে। সে থেকেই এই ইউনিয়নের নাম হয়ে ওঠে পাদ্রীশিবপুর।
=> আয়তন – ৩০ (বর্গ কিঃ মিঃ)
=> লোকসংখ্যা – জন ৩৩,৯০০ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
=> উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – অটো, রিক্সা, টেম্পু, মটর সাইকেল, বাস।
উপজেলা বাকেরগঞ্জ খেকে ৪ কিঃ মি বাস, অটো রিকসা, রিক্সা, টেম্পু ইত্যদি যোগাযোগ মাধ্যম। গাড়িতে ১০ টাকা রিকশায় জন প্রতি ২০ টাকা, অটোতে ১০ টাকা এবং টেম্পুতে ১০ টাকা করে ভাড়া নিয়ে থাকে। আভ্যন্তরিন যোগাযোগঃ রিক্সা, মটর সাইকেল, ইঞ্জিন চালিত ভ্যান ও নৌকা। উপজেলা সদরের সাথে যোগাযোগঃ রিক্সা, মটর সাইকেল ও টেম্পু। জেলা সদরের সাথে যোগাযোগঃ বাস, মটর সাইকেল, ছোট লঞ্চ ইত্যাদি। রাজধানী ঢাকার সাথে যোগাযোগঃ বাস ও লঞ্চ। এককথায় পাদ্রীশিবপুর ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা ভাল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস